ঢাকা মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ১০ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

আজ বাজারে আসছে নতুন নোট

আজ বাজারে আসছে নতুন নোট

নতুন নকশা ও সিরিজের ১০০০, ৫০ ও ২০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আজ রোববার (১ জুন) প্রথমবারের মতো বাজারে ছাড়ছে বাংলাদেশ ব্যাংক। গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্বাক্ষরিত এসব নোট প্রাথমিকভাবে মতিঝিল অফিস থেকে ইস্যু করা হলেও, ধাপে ধাপে অন্যান্য শাখা থেকেও ছাড়া হবে। মোট ১১টি ব্যাংকের মাধ্যমে বাজারে আসছে প্রায় ২০০ কোটি টাকার নতুন নোট, তবে গ্রাহকরা তা হাতে পাবেন সোমবার (২ জুন) থেকে। অংশগ্রহণকারী ব্যাংকগুলোর মধ্যে রয়েছে সোনালী, জনতা, অগ্রণী, পূবালী, উত্তরা, রূপালী, ডাচ বাংলা, ইসলামী, আল-আরাফাহ, ব্র্যাক ও ইস্টার্ন ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, 'বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য' শীর্ষক থিমে সব মূল্যমানের নোট নতুনভাবে মুদ্রণের উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে ছাড় হওয়া ১০০০, ৫০ ও ২০ টাকার নোটের পাশাপাশি আগের সব কাগুজে ও ধাতব মুদ্রা বৈধ হিসেবে চালু থাকবে। মুদ্রা সংগ্রাহকদের জন্য নমুনা নোটও জাদুঘরে নির্ধারিত মূল্যে পাওয়া যাবে, তবে তা বিনিময়যোগ্য নয়।

নতুন ১০০০ টাকার নোটে জলছাপে রয়েল বেঙ্গল টাইগারের মুখ, জাতীয় স্মৃতিসৌধ, জাতীয় ফুল শাপলা ও জাতীয় সংসদ ভবনের চিত্র রয়েছে। নিরাপত্তার জন্য যুক্ত করা হয়েছে রং পরিবর্তনশীল সুতা, ম্যাজেন্টা থেকে সবুজে রঙবদলকারী কালি ও ইউভি শনাক্তকরণ বৈশিষ্ট্য।

৫০ টাকার নোটে রয়েছে আহসান মঞ্জিল এবং ২০ টাকার নোটে রয়েছে দিনাজপুরের কান্তজিউ মন্দিরের চিত্র। তিনটি নোটই মুদ্রিত হয়েছে ১০০% কটন কাগজে এবং প্রতিটিতেই রয়েছে জলছাপে রয়েল বেঙ্গল টাইগার ও বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম।

নতুন নোট,বাংলাদেশ ব্যাংক,গভর্নর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত