অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার দায় তুলে ধরে ‘জুলাই ঘোষণাপত্র’ দেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম জানান, সরকার প্রতিশ্রুত ঘোষণাপত্র দিতে না পারায় আগামী ৩ আগস্ট এনসিপি নিজস্ব ঘোষণাপত্র ও ইশতেহার প্রকাশ করবে।
রবিবার (১৪ জুন) সকাল ১১টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে 'জুলাই অভ্যুত্থান' বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম জানান, ১ থেকে ৩০ জুলাই পর্যন্ত সারাদেশে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করবে এনসিপি। ১৬ জুলাই ‘বৈষম্যবিরোধী শহীদ দিবস’ উপলক্ষে আয়োজন করা হবে দোয়া ও স্মরণসভা। আর ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে ‘ছাত্র জনতার জুলাই ঘোষণাপত্র ও ইশতেহার’ পাঠ। ৫ আগস্ট পালন করা হবে ‘ছাত্র জনতার মুক্তি দিবস’।
তিনি বলেন, 'জুলাই ঘোষণাপত্র দেওয়ার প্রতিশ্রুতি বাস্তবায়নের সময়সীমা শেষ হলেও সরকারের পক্ষ থেকে এখনও কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। তাই এনসিপি এগিয়ে আসছে।'
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে সারাদেশে জনতার দুয়ারে পৌঁছাবে ‘জুলাই বার্তা’। ৬৪ জেলা ঘুরে, শহর থেকে গ্রাম পর্যন্ত শহীদদের কবরের কাছে গিয়ে এই বার্তা পৌঁছে দেওয়া হবে। এরপর কেন্দ্রীয় শহীদ মিনারে আনুষ্ঠানিকভাবে ঘোষণাপত্র ও ইশতেহার পাঠ করে জনগণের সামনে এনসিপির ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরা হবে।