টঙ্গী ইজতেমা ময়দানে গভীর রাতে ঘুমন্ত তাবলীগ জামায়াতের সাথীদের ওপর সন্ত্রাসী সা’দ পন্থীদের অতর্কিত হামলার প্রতিবাদে তাদের দ্রুত গ্রেপ্তার ও নিষিদ্ধের দাবিতে ঝিনাইগাতীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ঝিনাইগাতীর ধানহাটি মোড়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, টঙ্গি ইজতেমা ময়দানে গভীর রাতে উগ্র সন্ত্রাসী সাদ পন্থিদের হামলায় চারজন শহীদ, অসংখ্য আহত ও নিখোঁজের প্রতিবাদ এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারসহ চারটি দাবি তুলে ধরেন। দাবি মানা না হলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এ সময় ঝিনাইগাতীতে মুফতি মোখলেছুর রহমান, মাওলানা ইউসুফসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।