সিরাজগঞ্জে চাঞ্চল্যকর মহাসড়কে ট্রাকের কেবিনে তরুণী (২০) ধর্ষণ মামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় ট্রাকচালক সোহেল রানাকে (৩৬) আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে তাকে অর্ধলাখ টাকা জরিমানা করা হয়েছে। তিনি বগুড়া সদর উপজেলার আশোকোলা দক্ষিণপাড়া গ্রামের মনসুর আলীর ছেলে। গতকাল বৃহস্পতিবার সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ বিচারক (জেলা ও দায়রা জজ) বেগম সালমা খাতুন এ রায় দিয়েছেন। ওই আদালতের পিপি মাসুদুর রহমান জানান, ২০২১ সালের ২২ জুন করোনায় সারাদেশে লকডাউন থাকায় স্বাভাবিক যানবাহন চলাচল বন্ধ ছিল। ওইদিন বিকেলে ট্রা নিয়ে গাজীপুর থেকে তরুণীসহ ৩ যাত্রী নিয়ে চালক সোহেল রানা এবং হেলপার ওহাব শেখ বগুড়া যাচ্ছিল। এ সময় বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের সয়দাবাদ এলাকায় পৌঁছলে হেলপার ট্রাক থামিয়ে বলা হয়- ট্রাকটি নষ্ট হয়ে গেছে এবং মেরামতে কিছুটা সময় লাগবে। কারো কোনো কাজ থাকলে এখানেই সেরে নিতে পারেন। এ সময় পুরুষ ২ যাত্রী রাস্তার পাশে ঘোরাফেরা করতে থাকে এবং তরুণী ট্রাকের কেবিনেই বসে থাকে। ট্রাকচালক ও ওই তরুণীকে ভেতরে রেখে হেলপার বাইরে থেকে কেবিনের দরজা আটকে দেয়। এ সুযোগে ট্রাকচালক ওই তরুণীকে ধর্ষণ করে। তার চিৎকারে বাইরে থাকা যাত্রীরা ট্রাকের লুকিং গ্লাস দিয়ে ধর্ষণের ঘটনা দেখে এবং সুমন নামে এক যাত্রী ধর্ষণের ভিডিও ধারণ করে। এতে টের পেয়ে চালক ও হেলপার ওই ২ যাত্রীকে রেখেই ট্রাক নিয়ে চলে যায়। এ সময় ভিডিওকারী ওই যাত্রী ৯৯৯-এ ফোন করে পুলিশকে অবগত করে। পুলিশ দ্রুত একই এলাকার কড্ডার মোড়ে অভিযান চালিয়ে ওই ২ জনকে গ্রেপ্তার ও তরুণীকে উদ্ধার করা হয়। ওই তরুণী সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বাসিন্দা। এ ব্যাপারে তার বাবা বাদী হয়ে চালক হেলপারের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করেন। এ মামলার তদন্ত শেষে পুলিশ তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আদালতে চার্জশিট দাখিল করেন এবং ২০২৩ সালের ১২ মে জেলহাজতেই ট্রাক হেলপার ওহাব মারা যায়।