চট্টগ্রামের বাঁশখালীতে জাতীয়তাবাদী নির্মাণ শ্রমিক দলের উদ্যোগে শ্রমিক-কৃষক সমাবেশ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার রাতে খানখানাবাদ প্রেমাশিয়া বাজার মাঠে নির্মাণ শ্রমিক দল উপজেলা শাখার আয়োজনে এ পরিচিত সভা ও শ্রমিক-কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। কৃষক সমাবেশে প্রধান অতিথি ছিলেন, শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এএম নাজিম উদ্দীন। প্রধান বক্তা ছিলেন, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর ছেলে জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর। উপজেলা নির্মাণ শ্রমিক দলের সভাপতি আব্দুচ সত্তার চৌধুরী সভাপতি উদ্বোধক ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তার ফারুক।