ঢাকা ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

শেরপুর প্রেসক্লাবের আনন্দ ভ্রমণ

শেরপুর প্রেসক্লাবের আনন্দ ভ্রমণ

গতকাল শনিবার শেরপুর প্রেসক্লাবের একাংশের আনন্দ ভ্রমণ ও ক্লাবের কর্মকর্তা এবং সদস্যদের মাঝে প্রেসক্লাব লোগো খচিত ব্লেজার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে শেরপুর প্রেসক্লাব কর্মকর্তা ও সদস্যরা মোটরসাইকেল বহর নিয়ে শেরপুর জেলার সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার পর্যটন কেন্দ্র নয়ানাভিরাম গজনী অবকাশ কেন্দ্রের গারো মা ভিলেজ স্পটে সমাবেত হয়। এ সময় শেরপুর প্রেসক্লাবের একাংশের সভাপতি এসএম শহীদুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন- প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, সহ-সভাপতি আছাদুজ্জামান মোরাদ, কার্যকরী সদস্য জিএইচ হান্নান, সাংগঠনিক সম্পাদক বুলবুল আহমেদ, আলোকিত বাংলাদেশের শেরপুর প্রতিনিধি ছামিউল আলম সোহান, এনটিভি অনলাইন বিভাগের শেরপুর প্রতিনিধি মনিরুজ্জামান মনি, সাংবাদিক জাহাঙ্গীর আলম প্রমুখ। এ সময় শেরপুর প্রেসক্লাবের একাংশের কার্যকরী পরিষদের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত