নরসিংদীর শেখেরচরে ঘরে ঢুকে সুমনা আক্তার তিথি (১৩) নামে এক মাদরাসার ছাত্রীকে হত্যা ও তার মাকে আহতের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ সময় লুট হওয়া ১০ লাখ এক হাজার টাকাসহ বিভিন্ন আলামত জব্দ করে পিবিআই। গতকাল সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পিবিআইয়ের নরসিংদীর পুলিশ সুপার এনায়েত হোসেন মান্নান। এর আগে এ ঘটনায় গত কয়েকদিনে দেশের ৫ জেলাসহ নরসিংদীতে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে পিবিআই। গ্রেপ্তাররা হলেন- ফরিদপুরের পাঁচই এলাকার বাসিন্দা ও শেখেরচর এলাকার ভাড়াটিয়া রমজান শেখ ওরফে লিমন (২২), তার ভাই হাসিবুর রহমান শান্ত (৩১), নেত্রকোণার গন্ডা এলাকার কাউছার মিয়া (২০) ও নাটোরের চর গোয়াশ এলাকার ইমন আলী (২১)।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. এনায়েত হোসেন মান্নান জানান, পূর্ব পরিকল্পিতভাবে বাসায় রাখা মোটা অঙ্কের টাকা লুট করতে শেখেরচর এলাকার মোফাজ্জল হোসেনের বাড়িতে ঢোকেন চারজন। বাসার ভিতরে থাকা ৭ বছরের প্রতিবন্ধী শিশু সন্তানকে বাথরুমে আটক রাখেন তারা। পরে বাসায় থাকা টাকা লুট করার সময় বাধা দিলে গৃহবধূ আসমা বেগম ও মেয়ে চতুর্থ শ্রেণির ছাত্রী সুমনা আক্তার তিথিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়। আহতদের হাসপাতালে নেয়া হলে তিথীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গুরুতর আহত মা আসমা বেগম ঢাকার একটি হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন বলেও পিবিআই জানায়।