
শতবর্ষ অতিক্রম করা প্রাচীন ও ঐতিহ্যবাহী গোহাইল রোডস্থ উপাসনালয়ে গত শুক্রবার বগুড়া খ্রীষ্টিয় মণ্ডলীর বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন-২০২৫ অনুষ্ঠিত হয়। বগুড়া খ্রীষ্টিয় মণ্ডলীর কমিটি নির্বাচনে রবার্ট রবিন মারান্ডী সভাপতি, সহ-সভাপতি মি. সৌরভ বিশ্বাস, সম্পাদক ছবি বিশ্বাস, কোষাধ্যক্ষ মিসেস বীথিকা বিশ্বাস, প্রাচীনদ্বয় বুলবুল ব্যাপারী জর্জেট, তপন সরকার, পরিচারকদ্বয় হিউবার্ড রিমন মারান্ডী, আলবার্ট সঞ্জীব বিশ্বাস, পরিচারিকাদ্বয় মিসেস রেজিনা মারান্ডী, মিস অর্পনা প্রামাণিক, সান্ডেস্কুল সুপার মিসেস রানু খন্দকার, মহিলা কনভেনর মার্গারেট বন্দনা দাসকে নির্বাচিত করা হয়। নবনির্বাচিত সভাপতি বলেন, প্রভুর রাজ্য বিস্তারে সবাইকে এক ঐক্যে কাজ করতে হবে। মণ্ডলীর সার্বিক কল্যাণে এগিয়ে আসতে হবে যেন আমাদের সব কাজের মধ্য দিয়ে প্রভূর গৌরব হয়। আমাদের প্রত্যেককের দায়িত্ব হলো প্রভু প্রদত্ত আশীর্বাদকে সঠিকভাবে কাজে লাগিয়ে সমাজে আলোর প্রদীপ হয়ে ওঠা।