
নোয়াখালীর চৌমুহনীতে শেষ হলো ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দারুল ইসলাম মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। গতকাল শনিবার চৌমুহনী মদন স্কুল মাঠে ক্রীড়া প্রতিযোগিতা শেষে অনুষ্ঠিত হয়। মাসব্যাপী হয়ে যাওয়া বিভিন্ন খেলার পুরস্কার বিতরণ করেন। স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী নাসিমুল গণি চৌধুরী মহলে সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বেগমগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জহিরুল ইসলাম, বেগমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান মাওলানা বোরহান উদ্দিন, রাজনৈতিক ব্যক্তিত্ব জহির উদ্দিন হারুন প্রমুখ।