
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সিলেট সিটি কর্পোরেশনের সাবেক দুইবারের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন- বর্তমানে বাংলাদেশে দেশি-বিদেশি চক্রান্ত থেমে নেই। দেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে আমাদের সকলের চোখণ্ডকান খোলা রাখতে হবে। মনে রাখতে হবে অপরাধী কারো বন্ধু হকে পারে না। অপরাধীদের স্থান এদেশে হবে না। গতকাল হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ময়নাবাদ জাহানারা চৌধুরী উইমেন্স কলেজ মাঠে ইসলামের আলোকে নারী শিক্ষা আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।
আরিফুল হক চৌধুরী কলেজের বলেন, মামুনুর রশীদ চৌধুরী ব্রিটেনের অনেক বড় ব্যবসায়ী হয়েও মানবতার সেবায় নারীর টানে বার বার চলে আসেন চুনারুঘাটে। তিনি মূলত নারীদের সু-শিক্ষার আলো ছড়াতে নিজের পকেটের অর্থ ও মূল্যবান সময় ব্যয় করে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আমার বিশ্বাস আজকের এই উইমেন্স কলেজটি একদিন বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হবে।
এই এলাকায় এতো বড় একটি শিক্ষা প্রতিষ্ঠান আসলেই প্রশংসনীয়। এর সমস্ত প্রশংসার দাবী রাখেন এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ব্রিটিশ ব্যবসায়ী ও লন্ডন ট্র্যাডিশনের কর্ণধার মামুনুর রশীদ চৌধুরী। জাহানারা চৌধুরী উইমেন্স কলেজের অধ্যক্ষ প্রফেসর ইলিয়াছ বখত চৌধুরী জালালের সভাপতিত্বে ও শিক্ষক এহতেরামুল হক সোহাগের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জাহানারা উইমেন্স কলেজের প্রতিষ্ঠাতা ব্রিটিশ ব্যবসায়ী লন্ডন ট্র্যাডিশনের কর্ণধার মামুনুর রশীদ চৌধুরী, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান।
মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন- হবিগঞ্জ বৃন্দাবন কলেজের সহযোগী অধ্যাপক মোহাম্মদ খলিলুর রহমান, সিলেট জালালাবাদ টিচার্স ট্রেনিং কলেজের সহযোগী অধ্যাপক মাওলানা ছায়েম আহমেদ চৌধুরী, প্রভাষক এনামুল হক চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওছার শোকরানা, উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইদ্রিস আলী, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি ফারুক উদ্দিন চৌধুরী প্রমুখ।