ঢাকা সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

সাংবাদিক আবুল হাসনাতের দাফন সম্পন্ন

সাংবাদিক আবুল হাসনাতের দাফন সম্পন্ন

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) ফেনী জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক লাখোকণ্ঠের সাবেক জেলা প্রতিনিধি আবুল হাসনাত রিন্টুর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় ফেনীর ছাগলনাইয়া উপজেলাধীন ৫নং মহামায়া ইউনিয়নের বক্তার হাট কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার পূর্বে আলোচনা করেন, জেলা জামায়াতের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ ইলিয়াস, মফস্বল সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি এমএ সাঈদ খান।

জানাজায় উপস্থিত ছিলেন- মফস্বল সাংবাদিক ইউনিয়ন ফেনীর সাধারণ সম্পাদক এসএম মাসুম বিল্লাহ ভূঁইয়া, সহ-সভাপতি এমএ দেওয়ানী, ইয়াসিন আরাফাত মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ওমর ফারুক ভূঁইয়া, প্রচার সম্পাদক কাজী নুরুল আলম নিলু, সহ-কোষাধ্যক্ষ আনোয়ার হোসেনসহ মরহুমের আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী, এলাকাবাসী। দাফনকার্য সম্পাদনের পর ফেনী মফস্বল সাংবাদিক ইউনিয়ন এর পক্ষ থেকে কবর জেয়ারত ও পুষ্পমাল্য অর্পণের মধ্যদিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। গত শনিবার রাত ১২টা ১৫ মিনিটের সময় ফেনী হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাংবাদিক আবুল হাসনাত রিন্টু। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪১ বছর। স্ত্রী ১ পুত্র ও ৩ মেয়ে রেখে যান। ১৯৮৪ সালের ১ জানুয়ারি জেলার ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের পশ্চিম দেবপুর গ্রামে জন্মগ্রহণ করেন আবুল হাসনাত রিন্টু। তার বাবার নাম মৃত বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম ও মাতার নাম মনোয়ারা বেগম।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত