ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সিন্ডিকেটের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ

সিন্ডিকেটের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ

নওগাঁর মান্দায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কার্যালয়ের সামনে সবজি বাজার বসিয়ে বেচাকেনা করে বিক্ষুদ্ধ কৃষক ও ফড়িয়া সবজি ব্যবসায়িরা। গতকাল রোববার দুপুর ২টার দিকে অস্থায়ীভাবে এ বাজার বসিয়ে বেচাকেনা শুরু করে তারা। জানা গেছে, সপ্তাহে গতকাল রোববার ও বৃহস্পতিবার মান্দা উপজেলার প্রসাদপুর হাটবার। প্রসাদপুর সবজি বাজারে দীর্ঘদিন থেকে স্থায়ী সবজি ব্যবসায়ীদের সিন্ডিকেটের কবলে প্রান্তিক পর্যায়ের কৃষক ও ফড়িয়া সবিজ ব্যবসায়ি। সপ্তাহে দুইদিন প্রান্তিক এ সব কৃষক তাদের জমিতে উৎপাদিত সবজি এবং ফড়িয়া সবজি ব্যবসায়িরা বিভিন্ন কৃষকদের কাছ থেকে কিনে প্রসাদপুর বাজারে বিক্রি করার জন্য আসেন। কিন্তু এ বাজারে তাদের বসতে এবং বিক্রি করতে দেয়না বাজারের স্থায়ী সবজি ব্যবসায়িরা। কারণ কৃষকরা নিজেদের উৎপাদিত সবজি সরাসরি এ বাজারে কম দামে বিক্রি করতো। ক্রেতারা কম দামে তাদের কাছ থেকে সবজি কিনতো। এতে স্থায়ী সবজি ব্যবসায়িদের বেচাকেনা কম হওয়ায় ক্ষুদ্ধ ছিল ব্যবসায়িরা। এ কারণে কৃষকদের বাজারের বসতে দেয়া হতো না। গতকাল হাটবারে কৃষকরা তাদের সবজি বিক্রির জন্য আসলে বাধার সম্মুখীন হয়। বাধ্য হয়ে কৃষকরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কার্যালয়ের সামনে প্রায় ৫০ জন সবজি বাজার বসিয়ে বেচাকেনা করে। এ সময় ইউএনও অফিসে প্রবেশে বিড়ম্বনায় পড়তে হয় কর্মকর্তা ও কর্মচারীদের।

কৃষকরা জানান- তারা হাটের নিয়ম অনুযায়ী টোল দিতে এবং সবজি বিক্রি করতে চান। কিন্তু স্থায়ী সবজি ব্যবসায়ীরা বাজারে বসতে দিতে চায় না। দীর্ঘদিন থেকে এ জটিলতা হয়ে আসছে। দ্রুত এ সমস্যার সমাধান চান তারা। শামসুল ইসলাম, আব্দুর গফুর, কুদরত আলী বলেন, প্রসাদপুর বাজারের সবজি ব্যবসায়ীরা অধিক মুনাফায় সবজি বিক্রি করে ক্রেতাদের সঙ্গে প্রতারণা করে আসছে। হাটে আমরা কম দামে সবজি বিক্রি করার কারণে বাজার বসতে দেয়া হয় না। নিরুপায় হয়ে আজ ইউএনও অফিসের সামনে সবজির বাজার বসিয়েছি। যতদিন মিমাংসা না হবে, ততদিন আমরা এখানে সবজি বিক্রি করবো।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত