অষ্টগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক রাজিব আহমেদ হেলুকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত পৌনে ৮টার দিকে অষ্টগ্রাম উপজেলা সদরের খান ঠাকুর দিঘিরপাড় (আড়ার পাড়) এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। রাজিব আহমেদ হেলু অষ্টগ্রাম উপজেলার খান ঠাকুর দিঘিরপাড় (আড়ার পাড়) গ্রামের রজব আলীর ছেলে। অষ্টগ্রাম বাজার বণিক সমিতির সভাপতিও তিনি। অষ্টগ্রাম থানার ওসি রুহুল আমিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি পলাতক ছিলেন। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার মিছিলে হামলাসহ বিভিন্ন অভিযোগে করা তিনটি মামলায় এজাহারভুক্ত আসামি রাজিব আহমেদ হেলু।