তারুণ্যের উৎসব উদযাপনে এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই স্লোগানে দিনাজপুরে ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার (জেলা পর্যায়) সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল দিনাজপুর গোর এ শহীদ বড় ময়দানে দিনাজপুর জেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম। দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার নাজমুল হাসান।