গত রোববার উদ্ধার জমিতে মানববন্ধন করে গ্রামবাসী। তারা বলেন, শ্যামনগরের রামজীবনপুর মৌজার এসএ- ২৯৮ খতিয়ানে এসএ- ২৪১,২৪২ খতিয়ানে ১৪ বিঘা জমি আমাদের পূর্বপুরুষরা নিলামের মাধ্যমে পেয়ে দখল থাকা অবস্থায় মুজিবার সরদার, গফুর সরদার ও তার ওয়ারেশ সাইফুল্লাহ ও তার দল বল জমি দখলে করে রাখে। আমরা জমিতে যাওয়ার চেষ্টা করলে বার বার আমাদের মারপিট করে এবং মিথ্যা মামলা দেয়। হামলা করে আমাদের রক্তাক্ত জখম করে জমি দখলে রাখে। আমরা জমির মালিকরা ২০২২ সালে ঐ সব সন্ত্রাসীদের কবল থেকে জমি দখলে নেই।