বগুড়ার আদমদীঘি উপজেলার কয়াকুঞ্চি গ্রামে বিএনপির অফিস ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জাহাঙ্গীর আলম আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউপির চকবাড়িয়া গ্রামের তাছের আলী সরদারের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৫ ডিসেম্বর দিবাগত রাতে আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউপির কয়াকুঞ্চি গ্রামস্থ বিএনপির অফিসে অতর্কিতভাবে হামলা চালিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ভাঙচুর ও পদদলিত করে একাধিক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে।
এ ঘটনায় গত বছরের ২৬ ডিসেম্বর আদমদীঘি উপজেলার কাঞ্চনপুর গ্রামের মোজাম্মেল হক সরকারের ছেলে চাঁপাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদ হোসেন সরকার বাদী হয়ে মামলা করেন।