প্রায় একমাসেরও অধিক সময় থেকে রাস্তার ওপর নির্মাণসামগ্রী ফেলে রাখায় গাইবান্ধা শহরের মা ও শিশু কল্যাণ কেন্দ্রে (মাতৃসদন) যাতায়াত বন্ধ হয়ে গেছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন গর্ভবতী নারী ও তাদের স্বজনরা। এছাড়া গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরাও দুর্ভোগের শিকার হচ্ছে। গাইবান্ধা শহরের মধ্যপাড়ায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তার ওপর দীর্ঘ এক মাস ধরে পাথর ও অন্যান্য নির্মাণসামগ্রী ফেলে রাখা হয়েছে। ওই এলাকায় একাধিক কোচিং সেন্টার ও শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। তবে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন মাতৃ সদনে চিকিৎসা নিতে আসা গর্ভবতী নারী ও তাদের স্বজনরা। তাদের এক থেকে দুই কিলোমিটার ঘুরে মাতৃসদনে যাতায়াত করতে হচ্ছে। প্রসব ব্যথা নিয়ে জরুরি রোগীদের নিয়ে চরম সমস্যায় পড়ছেন তাদের স্বজনরা। এ নিয়ে প্রতিনিয়তই ঊষ্মা প্রকাশ করছেন ভুক্তভোগী লোকজন। কিন্তু পৌরসভাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্বিকার রয়েছেন। তবে পৌরসভার প্রশাসক এ.কে. এম হেদায়েতুল ইসলাম, আমি দেখেছি।