সিরাজগঞ্জের মহাসড়কে যাত্রীবাহী মাইক্রোবাসে ঢেল ছুড়ে ডাকাতির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। তারা হলেন- সিরাজগঞ্জ পৌর এলাকার রায়পুর উত্তরপাড়া ১নং মিলগেট মহল্লার অন্তর খান, মাহমুদপুর মহল্লার তুষার হোসেন, কামারখন্দ উপজেলার কোনাবাড়ী গ্রামের রাশেদুল ইসলাম ও আব্দুর রহিম মন্ডল। ওসি (ডিবি) একরামুল হক জানান, গত রোববার রাতে যমুনা সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের কামারখন্দ উপজেলার কোনাবাড়ী এলাকায় যাত্রীবাহী মাইক্রোবাসের পিছলে ইট ছুড়ে মারে ডাকাতেরা এবং চালক মাইক্রোবাসটি থামানোর সঙ্গে সঙ্গে একদল ডাকাত অস্ত্রেও মুখে যাত্রীদের জিম্মি করে। এ সময় ৭টি মোবাইল ফোন ও নগদ প্রায় ৮৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়। ড. মো. ওবায়দুল্লাহসহ ৬ শিক্ষক ওইদিন ঢাকায় শিক্ষক সম্মেলন শেষে রাজশাহী ফেরার পথে উ এ ঘটনা ঘটে। ঘটনার রাতেই পুলিশ তাদেরকে থানায় আনা হয় এবং পরদিন ওই শিক্ষক বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা করেন।