ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করায় চাঁদপুরের হাজীগঞ্জ বাজারের ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বাজার তদারকি অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। তিনি বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের নিয়মিত অভিযানের অংশ হিসেবে হাজীগঞ্জ উপজেলার পশ্চিম বাজার এলাকায় অভিযান পরিচালিত হয়। অভিযানকালে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ এর তারিখবিহীন খাবার তৈরি ও নোংরা পরিবেশের কারণে নার্গিস এন্ড বেকারি মালিককে ২০ হাজার টাকা, স্টার হোটেল মালিককে ৫ হাজার টাকা, গাউছিয়া হোটেল মালিককে ৫ হাজার টাকা, হাজী বিরিয়ানি মালিককে ৫ হাজার টাকা, নিষিদ্ধ রেড বুল রাখায় ওয়েলকাম সুপার সপ মালিককে ১০ হাজার টাকা এবং মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রর জন্য সংরক্ষণ করায় খান ফার্মেসি মালিককে ৫ হাজার টাকাসহ মোট ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।