গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তা অস্থায়ী বাজারের টোল আদায়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত অর্ধশত মানুষ আহত হয়েছেন। গত শুক্রবার রাতে মাওনা চৌরাস্তায় এ ঘটনা ঘটে। এনিয়ে মাওনা চৌরাস্তা অস্থায়ী বাজারের ইজারাদার কাজল ফকির গতকাল শনিবার দুপুরে মাওনা চৌরাস্তায় সংবাদ সম্মেলনে জানান, সরকারি নিয়মনীতি অনুসরণ করে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ ও মাইকিংয়ের মাধ্যমে মাওনা চৌরাস্তা অস্থায়ী বাজারের ইজারা বিজ্ঞপ্তি প্রচার করা হয়।
সর্বোচ্চ দরদাতা হিসেবে তিনি পৌরসভার সঙ্গে এক বছরের জন্য চুক্তি করেন। জাহিদ নামে এক ব্যবসায়ী বিষয়টি নিয়ে বিরোধিতা শুরু করে। গত বৃহস্পতিবার রাত আটটার দিকে আমার লোকজন খাজনা তুলতে গেলে তাদের মারধর ও বাধা প্রদান করেন। বিষয়টি আমি উপজেলা প্রশাসনকে জানিয়ে থানায় অভিযোগ দায়ের করি। গত শুক্রবার সন্ধ্যার আগে আমার লোকজন খাজনা তুলতে গেলে তাদের ওপর লাঠিসোঁঠা নিয়ে জাহিদের নেতৃত্বে ব্যাপক মারধর করেন। তাদের কাছে থাকা টাকা ছিনিয়ে নিয়ে যান। পরে আমাদের লোকজন ঘটনাস্থল থেকে চলে আসেন। এ ঘটনায় আমার বেশকিছু লোকজন আহত হয়েছেন। তিনি বলেন, কিছুসংখ্যক লোক টোল আদায়কে চাঁদাবাজি উল্লেখ করে নানাভাবে প্রচার দিয়ে বিশৃঙ্খলা তৈরি করছে এবং জনগণের মধ্যে ইন্ধন দিচ্ছে। তারা বর্তমান সরকারকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। তিনি সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি করেন।