ঢাকা রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

উদ্যোক্তাদের অংশগ্রহণে আম সম্মেলন

উদ্যোক্তাদের অংশগ্রহণে আম সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উদ্যোক্তাদের অংশগ্রহণে আম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার কানসাট রাজবাড়ি মাঠে এ সম্মেলনের আয়োজন করে ম্যাঙ্গো ডেভেলপমেন্ট ফোরাম। এতে দেশের বিভিন্ন জেলার প্রায় ৩৫০ জন আম উদ্যোক্তা অংশ নেন। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌফিক আজিজের সভাপতিত্ব অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সম্মেলনের আহ্বায়ক শহীদুল হক হায়দারী শহিদ মিয়া, শিবগঞ্জ ম্যাঙ্গো প্রডিউসার কো-অপারেটিভ সোসাইটির সেক্রেটারি ইসমাইল খান শামীম, ম্যাঙ্গো ফাউন্ডেশনের সদস্যসচিব আহসান হাবীব, চাঁপাইনবাবগঞ্জ কৃষি অ্যাসোসিয়নের সাধারণ সম্পাদক মুনজের আলম মানিক।

সম্মেলনে বক্তারা জানান, গতবছর সারা দেশ থেকে এক হাজার ৩০০ মেট্রিক টন আম ইউরোপ, যুক্তরাজ্য, কানাডা এবং মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে রপ্তানি হয়েছে। তবে রপ্তানির সম্ভাবনা বাড়লেও কীটনাশকের অবশিষ্টাংশ, আধুনিক প্যাকেজিং, হ্যান্ডলিং সমস্যা এবং শীতাতপ নিয়ন্ত্রিত গুদাম ও পরিবহনের ঘাটতি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় বক্তারা রপ্তানিমুখী জোন চিহ্নিতকরণ, প্রশিক্ষিত রপ্তানিকারক তৈরি, আধুনিক প্যাকিং হাউস স্থাপন এবং সরকারি-বেসরকারি অংশীদারত্বে অবকাঠামো উন্নয়নের ওপর জোর দেন। এই সম্মেলন মাধ্যমে আম রপ্তানির নতুন দিগন্ত উন্মোচনে একটি মাইলফলক হবে বলে আশা করছেন উদ্যোক্তারা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত