মুন্সীগঞ্জে নবনিযুক্ত সিনিয়র জেলা ও দায়রা জজ মো. নূর ইসলামকে সংবর্ধনা দিয়েছেন সমিতির আইনজীবীরা।
গতকাল মঙ্গলবার জেলা আইনজীবী সমিতির হলরুমে এ সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানের জেলা ও দায়রা জজকে ফুলেল শুভেচ্ছা জানান সমিতির আইনজীবীরা।
সমিতির সভাপতি জাকারিয়া মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পারভেজ আলমের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন- মুন্সীগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ খালেদা ইয়াসমিন উর্মি, অতিরিক্ত জেলা ও দায়রা জজ ড. মো. আলমগীর, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান।
এসময় বক্তব্য রাখেন- জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌশলী (ভিপি) তোতা মিয়া, পাবলিক প্রসিকিউটর হালিম হোসেন, স্পেশাল পাবলিক প্রসিকিউটর জাহাঙ্গীর হোসেন ঢালী, সমিতির সাবেক সভাপতি আর্শেদ উদ্দিন চৌধুরী, নাসিরুজ্জামান খান, সমিতির সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন খান স্বপন, মোহাম্মদ মাসুদ আলম, শাহীন মোহাম্মদ আমানুল্লাহ প্রধান, রোজিনা ইয়াসমিন, আলমগীর কবির, হান্নান মিয়া জুয়েল, শামসুন্নাহার শিল্পী, ফারুক আহমেদ, সহকারী পাবলিক প্রসিকিউটর আরিফ আহমেদ, শাহিন মিজি, রফিকুল আমিন খান, ফিরোজ খান প্রমুখ।