ফেনীর সোনাগাজী উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের এসওডি এর আলোকে জরুরি সাড়াদান পদ্ধতি শক্তিশালীকরণের লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ গতকাল বৃহস্পতিবার উপজেলা ভিডিও কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের (উপ সচিব) উপ-পরিচালক (কাবিখা-১) ঝরণা বেগম। বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মাহবুব আলম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মাইন উদ্দিন আহমেদ।
উপজলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আল সাঈদ, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আল আমিন শেখ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অজয় চন্দ্র দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল আমিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নার্গিস আক্তার, উপজেলা সহকারী শিক্ষা অফিসার ওয়াহিদুর রহমান, উপজেলা গণস্বাস্থ্য সহকারী প্রকৌশলী আবু সায়েম, পল্লী সঞ্চয় ব্যাংক শাখা ব্যবস্থাপক মোহাম্মদ রফিক উদ্দিন, আনসার ভিডিপি ব্যাংক ম্যানেজার মোহাম্মদ নাজিম উদ্দীন, এনায়েত উল্লাহ মহিলা কলেজ এর অধ্যক্ষ মো. রুহুল আমিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের আরএম ডা. এজিএম রায়হান, উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক, গণমাধ্যমকর্মীসহ উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কমিটির দায়িত্বশীল নেতারা। প্রশিক্ষণ কর্মশালায় আগাম ঘূর্ণিঝড় ও বন্যার ক্ষয়ক্ষতি রোধে প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত আলোচনা, পরামর্শ, এবং ৪২টি আশ্রয়কেন্দ্র গুলোকে প্রস্তুত রাখা। অবশিষ্ট আশ্রয় কেন্দ্র গুলো দ্রুত ব্যবহার উপযোগী করা। উপজেলার ফায়ার সার্ভিস, প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ করার জন্য নির্দেশ প্রদান করা হয়।