ঢাকা মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

দুর্গাপুরে অবৈধ বালু উত্তোলন বন্ধে ইউএনও’র অভিযান

দুর্গাপুরে অবৈধ বালু উত্তোলন বন্ধে ইউএনও’র অভিযান

নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী ও কংস নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন রোধে মধ্যরাতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। এসময় বালু উত্তোলনে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত নৌকা, তিনটি মেশিন, পাইপ ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাভিদ রেজওয়ানুল কবীর জানান, গত মঙ্গলবার মধ্যরাত থেকে গতকাল বুধবার ভোর পর্যন্ত গাঁওকান্দিয়া ফেরিঘাট থেকে রামবাড়ি খাল ও তাতিরকোণা এলাকা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা অংশ নেন। তিনি বলেন, কিছু অসাধু লোক দীর্ঘদিন ধরে রাতের আঁধারে সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে অভিযান পরিচালনা করি। অভিযানকালে করুণা বাজার এলাকায় একটি বালুবাহী নৌকা জব্দ করা হয়। সেখানে কিছু পরিমাণ বালু, তিনটি বালু উত্তোলনের মেশিন, পাইপ ও নোঙর পাওয়া যায়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত