বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি যশোরের কেশবপুর উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটির মেয়াদ এক মাস না হতেই পদবঞ্চিত শিক্ষকরা সংবাদ সম্মেলন করেছেন।
গতকাল সোমবার সকালে উপজেলা প্রাথমিক শিক্ষক মিলনায়তনে সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে পাল্টা এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এর আগে গত শনিবার সমিতির সভাপতি ও সম্পাদকসহ কমিটির বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছিলেন শিক্ষক নেতা ও রাজনগর বাকাবর্শি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হযরত আলী।