ঢাকা মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

সাভারে দুই যুবককে কুপিয়ে জখম

সাভারে দুই যুবককে কুপিয়ে জখম

রাজধানীর উপকণ্ঠ সাভারে দুই যুবককে কুপিয়ে গুরতর আহত করার অভিযোগ উঠেছে। গত রোববার রাতে বিরুলিয়ার খাগান এলাকার সাত্তার মিয়ার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। আহতরা বর্তমানে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় গতকাল সোমবার সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন আহতের স্বজনেরা।

আহতরা হলেন- সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার আজগরা এলাকার মো. ফজল আলী শেখের ছেলে মো. শরীফুল ইসলাম (২৪) ও তার বন্ধু মো. রবিউল ইসলাম রবিন (২৫)।

অভিযুক্তরা হলেন- সাভারের চাপাইন এলাকার সরাফাত আলীর ছেলে সুজন সিকদার (৩২), বিরুলিয়ার সামাইর গ্রামের মৃত রুস্তম শিরালীর ছেলে আমির শিরালী (৬২), কাকাব এলাকার মৃত মুসলিম উদ্দিনের ছেলে শাহিনুর রহমান শাহিন (৫৮), নাইরাদি এলাকার মৃত নুর মোহাম্মদের ছেলে মো. তুহিন আহম্মেদ (৩২), ঋষিপাড়া এলাকার এনায়েত উল্লাহ ওরফে ফটিকসহ অজ্ঞাতনামা ২০-২৫ জন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত রোববার রাত সাড়ে ৮টার দিকে বিরুলিয়ার খাগান এলাকার সাত্তার মিয়ার মার্কেটের সামনে এক চায়ের দোকানে বসে চা পান করছিলেন ভুক্তভোগী শরীফুল ইসলাম ও তার বন্ধু মো. রবিউল ইসলাম।

এসময় অভিযুক্তরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেল মহড়া দিতে থাকে। পরে কোনো কিছু বুঝে ওঠার আগেই শরীফুল ইসলামকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে তারা। এসময় বন্ধু শরীফুলকে বাঁচাতে গেলে রবিউল ইসলামকেও কুপিয়ে আহত করে অভিযুক্তরা। পরে রবিউল ও শরীফুলের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। এসময় তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে ভর্তি করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত