পিরোজপুরের মঠবাড়িয়ায় মুবিন হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার মঠবাড়িয়া পৌরসভার সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মেধাবী ছাত্র মঞ্জুর মোর্শেদ মুবিনকে প্রকাশ্যে নৃশংসভাবেভাবে কুপিয়ে হত্যার ঘটনায় মামলার আসামিদের গ্রেপ্তারের পাশাপাশি সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি করেছেন বক্তারা। এ সময় বক্তব্য রাখেন মঠবাড়িয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শামিম মিয়া মৃধা, বিএনপি নেতা কেএম হুমায়ুন কবির, পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন ফরাজী, মাহাবুবুর রহমান নান্না, সাইদুল হক খোকন প্রমুখ। মুবিন নামে ওই কলেজ ছাত্রকে গত ১৬ জুলাই বিকালে মঠবাড়িয়া পৌর শহরের নিউমার্কেট এলাকায় চিহ্নিত সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রাস্তায় ফেলে রাখে।