ঢাকা সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

ঈশ্বরগঞ্জে শহিদ শাহরিয়ারের মৃত্যুবার্ষিকী পালিত

ঈশ্বরগঞ্জে শহিদ শাহরিয়ারের মৃত্যুবার্ষিকী পালিত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জুলাই অভুত্থানে শহিদ শেখ শাহরিয়ার বিন মতিনের মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

গত রোববার স্থানীয় জেলা পরিষদ অডিটোরিয়ামে শেখ শাহরিয়ার বিন মতিন ফাউন্ডেশনের চেয়ারম্যান শহিদের পিতা আব্দুল মতিনের সভাপতিত্বে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠিত হয়। ঈশ্বরগঞ্জ আইডিয়াল কলেজের প্রভাষক মো. মাসুম বিল্লাহর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, শেখ শাহরিয়ার বিন মতিনের মা মমতাজ বেগম, সাবেক এমপি আলহাজ্ব শাহ নূরুল কবীর শাহীন, উপজেলা বিএনপির আহ্বায়ক লুৎফুল্লাহেল মাজেদ বাবু, সদস্য-সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, এলডিপির প্রেসিডিয়াম সদস্য আওরঙ্গজেব বেলাল, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক আবুল খায়ের মুহম্মদ বরকত উল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মুফতি মো. হাবিবুল্লাহ, এনসিপি ঈশ্বরগঞ্জ উপজেলার প্রধান সমন্বয়কারী মোজাম্মেল হক ছাত্র প্রতিনিধি হাসানুর রহমান সজিব প্রমুখ।

চাকরির সুবাদে বাবা আব্দুল মতিন ঢাকায় থাকতেন। ২০২৪ সালে ঈশ্বরগঞ্জ আইডিয়াল কলেজ থেকে এইচএসসি পরীক্ষার্থী ছিলেন শাহরিয়ার। ১০ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত পরীক্ষা না থাকায় বাবার কাছে চলে যান শাহরিয়ার বিন মতিন। ১৮ জুলাই মিরপুর গোলচত্বর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গুলিবিদ্ধ হয়ে ২০ জুলাই ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে মারা যান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত