নেত্রকোনায় এক সড়ক দুর্ঘটনায় ইলিয়াস (২৩) নামে পিক-আপভ্যানের হেলপার নিহত হয়েছে। গতকাল সোমবার সকাল ৬টার দিকে নেত্রকোনা শহর থেকে ৩ কিলোমিটার পশ্চিমে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের বাঘড়া বাজারে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৬টার দিকে ময়মনসিংহ থেকে নেত্রকোনা আসার পথে বেপরোয়া গতির একটি পিক-আপভ্যান মহাসড়কের বাঘড়া বাজারে পৌঁছলে অন্য একটি গাড়িকে পেছন দিক থেকে প্রচণ্ড গতিতে ধাক্কা দিলে পিক-আপভ্যানটি দুমড়ে মুচড়ে পিক-আপভ্যানের হেলপার ইলিয়াস ঘটনা স্থলে নিহত হয়। তার গ্রামের বাড়ি কলমাকান্দায় উপজেলায়।