ঢাকা সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

কক্সবাজারে বৃক্ষরোপণ অভিযান শুরু

কক্সবাজারে বৃক্ষরোপণ অভিযান শুরু

পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি- এই স্লোগানকে সামনে রেখে কক্সবাজারে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা। গতকাল সোমবার বেলা ১১টায় কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরির শহিদ দৌলত ময়দানে এ মেলার উদ্বোধন ও উদ্বোধনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে, কক্সবাজার বন বিভাগের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্যর‌্যালি বের করা হয়, যা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসিম উদ্দিন চৌধুরী, কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. মারুফ হোসেন এবং কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান। সভাপতিত্ব করেন কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা নুরুল ইসলাম। বক্তারা বলেন, পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রতিটি নাগরিককে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান তারা। অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী বলেন, উখিয়া-টেকনাফ অঞ্চলের কিছু এলাকায় এখনও সবুজ টিকে থাকলেও রোহিঙ্গা ক্যাম্পের কারণে তা ধ্বংসের মুখে। পাহাড় কেটে বসতি গড়ছে রোহিঙ্গারা, উঠছে কাঁটাতারের বেড়া। পরিবেশ অধিদপ্তরের জনবল থাকায় বনভূমি রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, বাঁচতে হলে বনভূমি রক্ষা করতে হবে, লাগাতে হবে আরও বেশি গাছ। জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এই বৃক্ষমেলায় অংশ নিয়েছে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, নার্সারি ও বন সংরক্ষণমূলক সংগঠন। মেলায় গাছের চারা বিক্রির পাশাপাশি পরিবেশবান্ধব জীবনযাপন বিষয়ে সচেতনতামূলক নানা উদ্যোগ তুলে ধরা হয়েছে। অনুষ্ঠানের শেষাংশে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করেন জেলা প্রশাসক। আগামী ২৭ জুলাই পর্যন্ত চলবে এই বৃক্ষমেলা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত