ঢাকা সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

বাহুবলে চিচিঙ্গা চাষে লাভবান কৃষক

বাহুবলে চিচিঙ্গা চাষে লাভবান কৃষক

কৃষক নুরুল আমিন হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার পূর্ব শিমুলিয়াম গ্রামের বাসিন্দা। তিনি উপ-সহকারী কৃষি কর্মকর্তা শামীমুল হক শামীমের পরামর্শ গ্রহণ করে মার্চ মাসের শুরুতে বাড়ির পাশে ৩৩ শতক জমি আবাদ করেন। এপ্রিল মাসের শুরুতে রোপণ করেন উন্নতজাতের চিচিঙ্গার বীজ। রোপণের প্রায় ১৫ দিনের মধ্যে চারা গজায়। সঠিক পরিচর্যার মাধ্যমে গাছ বড় হয়। প্রায় দুই মাসের মধ্যে গাছে ফুল আসে। বর্তমানে গাছে চিচিঙ্গা ঝুলছে। প্রায় দুই দিন পর পর গাছ থেকে চিচিঙ্গা সংগ্রহ করে বাজারে বিক্রি করা হচ্ছে।

সরেজমিন গেলে এসব তথ্য জানিয়ে কৃষক নুরুল আমিন বলেন- শুরুতে প্রতি কেজি ৪০ টাকায় বিক্রি করেন। বর্তমানে দাম কিছুটা কমেছে। আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ক্রিপার প্রদর্শনীতে চিচিঙ্গা চাষ করে তিনি লাভবান। পোকা দমনে ব্যবহার করেন হলুদ ও ফেরোমন ফাঁদ। ব্যবহার করা হয়েছে জৈব সার ও জৈব বালাইনাশক। চাষাবাদে প্রায় ২০ হাজার টাকা খরচ হয়েছে। এ পর্যন্ত বিক্রি থেকে এসেছে প্রায় ৫০ হাজার টাকা। বাকি সময়ে আরও লক্ষাধিক টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন- তার চাষকৃত চিচিঙ্গা দেখতে এসে স্থানীয় কৃষকরা মুগ্ধ হচ্ছেন। স্থানীয় কৃষকরা চিচিঙ্গা চাষে উৎসাহিত হয়েছেন। চিচিঙ্গা চাষে সফলতা আসার পেছনে অবদান রয়েছে উপ-সহকারী কৃষি কর্মকর্তা শামীমুল হক শামীমের। তিনি প্রায় সময় জমিতে এসে কোনো সমস্যা থাকলে পরামর্শ দিয়ে যান।

নূরুল ইসলাম বলেন- শিক্ষকতার পাশাপাশি কৃষি কাজে জড়িত রয়েছি। জমি আবাদ করে নানা ফসল চাষ করছি। উপ-সহকারী কৃষি কর্মকর্তা শামীমুল হক শামীমের পরামর্শ গ্রহণ করেন কৃষক নুরুল আমিন। তিনি জমি আবাদ করে চিচিঙ্গা চাষ করে লাভবান হয়েছেন। তার চাষাবাদ দেখে আমিসহ এলাকার অন্যান্য কৃষকরা উৎসাহিত হয়েছি। আমরাও এভাবে চিচিঙ্গা চাষ করতে চাই।

কৃষক আতাউর রহমান বলেন- কঠোর শ্রম ও চেষ্টায় সঠিক পথ বের হয়। তার সঙ্গে প্রয়োজন সঠিক পরামর্শ। শ্রম ও চেষ্টা এবং পরামর্শ পেয়ে কৃষক নুরুল আমিন চিচিঙ্গা চাষ করে লাভবান হয়েছেন। তার ন্যায় আমরাও চিচিঙ্গা চাষ করতে আগ্রহী।

দ্বিমুড়া কৃষি ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা শামীমুল হক শামীম বলেন- চিচিঙ্গা একটি গ্রীষ্মকালীন সবজি যা বাংলাদেশের আবহাওয়ায় সারা বছরই চাষ করা যায়। সাধারণত, ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে চিচিঙ্গা চাষ করলে ভালো ফলন পাওয়া যায়। চিচিঙ্গা চাষের জন্য দোআঁশ ও বেলে দোআঁশ মাটি উপযোগী।

তিনি বলেন- এ অঞ্চলের মাটি চিচিঙ্গা চাষের জন্য উপযোগী। আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ক্রিপার প্রদর্শনীতে চিচিঙ্গা চাষ করেন কৃষক নুরুল আমিন। তিনি চিচিঙ্গা আবাদ করে সফল। তাকে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা করেছি। তার চিচিঙ্গা চাষে সফলতা দেখে এলাকার অন্য কৃষকরাও এ জাতের চিচিঙ্গা চাষে আগ্রহী হয়েছেন। তারাও আমার কাছে পরামর্শ চাইছেন। আমি পরামর্শ দিয়েছি। এক কথায় উন্নতজাতের চিচিঙ্গা চাষে কৃষক নুরুল আমিনের বাজিমাত। উপজেলা কৃষি কর্মকর্তা চিন্ময় কর অপু বলেন- আমরা কৃষকদের উৎসাহ দিয়ে যাচ্ছি। এতে উপজেলার বিভিন্ন স্থানে চিচিঙ্গা চাষ হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত