ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

পার্বতীপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

পার্বতীপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

দিনাজপুরের পার্বতীপুর উপজেলা পরিষদের সামনের পুকুরে গোসল করতে গিয়ে মাশফিয়া আক্তার মিম (৯) ও আছিয়া আক্তার (৮) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো- উপজেলার পশ্চিম হুগলিপাড়া গ্রামের মোশারফ হোসেনের মেয়ে মুশফিকা আক্তার মিম ও আতাউর রহমানের মেয়ে আছিয়া আক্তার। দুইজনে আনোয়ারুল উলুম কিন্ডারগার্টেন মাদ্রাসায় একজন দ্বিতীয় শ্রেণি অপরজন প্রথম শ্রেণিপড়ুয়া ছাত্রী।

স্থানীয়দের বরাতে পার্বতীপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, আজ মঙ্গলবার দুপুরে বন্ধুদের সঙ্গে উপজেলা পরিষদের চত্বরে থাকা একটি পুকুরে গোসল করতে নামে মিম ও আছিয়া। এসময় দুই শিশু পানিতে ডুবে যায়। স্থানীয়রা পুকুর থেকে উদ্ধার করে মিমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং আছিয়াকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা মিম ও আছিয়াকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত