ঢাকা বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

গজারিয়ায় সড়কে ইউটার্ন নির্মাণ দাবি

গজারিয়ায় সড়কে ইউটার্ন নির্মাণ দাবি

মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনা রোধে মেঘনা ব্রিজের নিচে ইউটার্নের দাবিতে মানব বন্ধন করেছে এলাকাবাসী। গতকাল মঙ্গলবার গজারিয়া উপজেলার সর্বস্তরের জনগণের আয়োজনে উপজেলাধীন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের তেতৈতলা হাঁস পয়েন্ট এলাকায় এই মানব বন্ধন হয়।

ুমানববন্ধনে নানা শ্রেণি পেশার হাজার মানুষ অংশ গ্রহণ করে। এসময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. ইসহাক আলী, বিশিষ্ট ব্যবসায়ী হেলাল উদ্দিন ভূঁইয়া, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ফারুক হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন, দেওয়ান হারুন অর রশিদ, দেলোয়ার হোসেন সরকার, মাসুম আহমেদ, রিফাত প্রধান, মমিন মৃধা, বাদশা মেম্বার, নিজাম মোল্লা, শাহাদাত হোসেন পান্নু, মোকলেস দেওয়ান, ইপু প্রধান প্রমুখ।

এসময় বক্তারা আগামী এক মাসের মধ্যে ইউটার্ন সড়ক নির্মাণের দাবি জানিয়ে বলেন, তা না হলে গজারিয়াবাসীকে সঙ্গে নিয়ে বৃহৎ আন্দোলন গড়ে তোলে কঠিন কর্মসূচি হুঁশিয়ারি দেন। বক্তারা আরও বলেন মেঘনা সেতুর নিচে ইউটার্ন না থাকায় এখানে প্রায় দুর্ঘটনা ঘটে এই স্থানে দুর্ঘটনায় অনেকের অঙ্গহানি ও প্রাণহানির মতো ঘটনা ঘটেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত