মানিকগঞ্জের সাটুরিয়ার গাজীখালী নদীর ওপর নির্মিত বিকল্প সড়কের একটি ঝুঁকিপূর্ণ সেতু খবর জেনে তা পরিদর্শনে গিয়ে সেতুটি সংস্কারের জন্য পদক্ষেপ গ্রহণ করেছেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন। গতকাল মঙ্গলবার দুপুরে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন ঝুঁকিপূর্ণ সেতুটি পরিদর্শন করেন।
জানা গেছে, সাটুরিয়ার গাজীখালী নদীর ওপর নির্মিত বিকল্প বেইলি সেতু এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। নির্মাণের পর থেকে সংস্কার না করায় বৃষ্টিতে সেতুটি এক পাশ ৫ ফুট মাটির নিচে ডেবে গিয়ে হেলে পড়েছে। সংযোগ সড়ক থেকে সেতু বিছিন্ন হয়ে পড়েছে। এছাড়া সংযোগ সড়ক বিচ্ছিন্ন হয়ে পড়ায় প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে সেতু পারাপার হচ্ছেন শিক্ষার্থী ও পথচারীরা। সম্প্রতি বৃষ্টিপাতের কারণে সেতুর এক পাশের অংশ দেবে যাওয়ায় এটি একদিকে কাত হয়ে পড়েছে ফলে উপজেলার ৩০টি গ্রামের মানুষ প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে সেতু দিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছে।
সংবাদকর্মীদের কাছ থেকে খবর পেয়ে গতকাল দুপুরে উপজেলার অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ঝুঁকিপূর্ণ সেতুটি পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন। সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, সংস্কার করে সেতুটি ঝুঁকি মুক্ত করে আপাতত চলাচলের ব্যবস্থা গ্রহণ করা হবে। আর স্থায়ীভাবে সেতুটির যে ব্যবস্থা করলে জনগণ সুফল পাবে তা করার ব্যবস্থা নেওয়া হবে।