ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

সখীপুরে বন বিভাগের জমি উদ্ধার

সখীপুরে বন বিভাগের জমি উদ্ধার

টাঙ্গাইলে সখীপুরে বন বিভাগের বেদখল হওয়া ১৩ একর জমি উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার বহেড়াতৈল রেঞ্জের বগা প্রতিমা গ্রামে এ জমি উদ্ধার হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা বন বিভাগের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রনী ও টাঙ্গাইল বন বিভাগের সহকারী বন সংরক্ষক আবু সালেহ। বহেড়াতৈল রেঞ্জ অফিস সূত্রে জানা যায়, বন বিভাগের গেজেটভুক্ত ১৩ একর জমিটি দীর্ঘদিন পাবলিকের দখলে ছিল। সেটি দখলমুক্ত করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রনী বলেন, উদ্ধার ওই জমিতে ১১ হাজার বিভিন্ন বনজ ও ফলজের চারা রোপণ হচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত