ঢাকা বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

মধুখালী বাজারের ফুটপাথ দখলমুক্ত করলেন ইউএনও

মধুখালী বাজারের ফুটপাথ দখলমুক্ত করলেন ইউএনও

ফরিদপুরের মধুখালী উপজেলা সদরের প্রধান বাজার মধুখালী বাজারের সব ফুটপথগুলো দখলমুক্ত করলেন মধুখালী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশসাসক মো. আবু রাসেল। গতকাল শনিবার দুপুরে মধুখালী বাজারের প্রধান সড়ক, থানা রোড, মির্জা সড়ক, কাঁচা বাজার সড়ক, মাছ বাজার সড়ক, পাট বাজার সড়ক, কৃষি ব্যাংক সড়ক এলকায় অভিযান চালিয়ে রাস্তার উপরের দোকান, মালামাল রাখা জিনিসপত্র রেখে দখল হওয়া ফুটপথ দখলমুক্ত করেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুর রহমান, মধুখালী থানার ওসি এসএম নুরুজ্জামান, বাজারের আহ্বায়ক কমিটির আবুল কাশেম আবুল, আজাহার হোসেন মোল্যা, উপজেলা কৃষক দলেল আহ্বায়ক মেহেদী হাসান মন্নু, উপজেলা ছাত্রদলেল আহ্বায়ক সাদ্দাম আরেফিন, পৌরসভার প্রতিনিধি উপস্থিত ছিলেন। মধুখালী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. আবু রাসেল বলেন, দীর্ঘদিন ধরে ফুটপথগুলোর উপর দোকান, জিনিসপত্র রেখে চলাচলের অনুপযোগী ছিল।

ইতোপূর্বেও মালমালগুলো সরিয়ে নেওয়ার জন্য বলা হয়েছিল। গতকাল ফুটপাথগুলো দখলমুক্ত করে জনসাধারণের চলাচলের সুযোগ করে দেওয়া হলো।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত