পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক নাগরিক সংগঠন ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’ আয়োজনে কক্সবাজারে জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় জনগোষ্ঠীর জীবন ও জীবিকায় সৃষ্ট বহুমাত্রিক সংকট মোকাবিলায় সরকার ও বিশ্ব সম্প্রদায়ের ন্যায়ভিত্তিক উদ্যোগের দাবিতে এক জনসভা অনুষ্ঠিত হয়।
গত শনিবার মহেশখালী উপজেলার কালারমারছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়েছে। জলবায়ু সংকটে ক্ষতিগ্রস্ত এই অঞ্চলের লবণ চাষি, পান চাষি এবং মৎস্যজীবীদের জীবনধারা, খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক অধিকারের সুরক্ষার দাবিগুলো তুলে ধরা ও এই সম্পর্কে জনগণকে সচেতন করাই ছিল জনসভার মূল লক্ষ্য।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর সদস্য সচিব ও ওয়াটারকিপার এলায়েন্স এর বৈশ্বিক পরিচালনা পর্ষদের সদস্য শরীফ জামিল। প্রধান অতিথি শরীফ জামিল তার বক্তব্যে বলেন, মহেশখালী ও মাতারবাড়ীর ভৌগোলিক অবস্থানের সুযোগে বানিজ্যিক ও গোষ্ঠীগত স্বার্থে ব্যবহার করতে এ অঞ্চলে বেপরোয়া শিল্পায়ন চলছে। স্থানীয় মানুষকে অন্ধকারে রেখে বৈদেশিক স্বার্থে কয়লা ও গ্যাসের মত দূষিত প্রকল্প স্থাপনের মাধ্যমে লবণ ও পান চাষিদের উচ্ছেদের নীলনকশা বাস্তবায়িত হচ্ছে। অন্তর্বর্তী সরকারের উচিত স্বচ্ছ, বিজ্ঞানভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক কৌশলগত পরিবেশ সমীক্ষা নিশ্চিত না হওয়া পর্যন্ত এ অঞ্চলে সব ভারী শিল্প স্থাপন বন্ধ রাখা। দেশের মানুষ কখনোই লবণকে আমদানি নির্ভর পণ্যে রূপান্তরিত করে দেশের খাদ্য নিরাপত্তা হুমকির মুখে ফেলতে দেবে না।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক।