ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

গণশুনানির মাধ্যমে নির্ধারিত হচ্ছে ভিডব্লিউবির উপকারভোগী

গণশুনানির মাধ্যমে নির্ধারিত হচ্ছে ভিডব্লিউবির উপকারভোগী

অনলাইনে করা আবেদন নিয়ে ইউনিয়ন পরিষদের সামনে নারীদের কয়েকটি দীর্ঘ সারি। প্রত্যেকেই এসেছেন সরকারিভাবে দুই বছর বিনামূল্যের ত্রিশ কেজি চাউলের কার্ড পাওয়ার আশায়। আগত আবেদনকারীদের সঙ্গে জনপ্রতিনিধি, সমাজকর্মীদের উপস্থিতিতে উপজেলা প্রশাসনের নির্ধারিত ট্যাগ অফিসাররা কথা বলে যাচাই-বাছাইয়ের মাধ্যমে নির্ধারণ করছেন উপকারভোগী নারীদের। এমনই চিত্র দেখা গেছে গতকাল সোমবার সকালে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুর ইউনিয়ন পরিষদ চত্বরে।

কথা বলে জানা গেছে, চাহিদার তুলনায় দ্বিগুণ আবেদন হওয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রচারণার মাধ্যমে এই গণশুনানির আয়োজন করা হয়েছে। রুকিন্দীপুর ইউনিয়নেই ৪৩১ জনের বিপরীতে ১৬৭ জন নারী আবেদন করেছেন।

মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতাধীন ‘ভালনারেবল ইউমেন বেনিফিট’ (ভিডব্লিউবি) প্রকল্পের আওতায় প্রতিমাসে একজন উপকারভোগী নারীকে প্রতি মাসে ত্রিশ কেজি চাল বিনামূল্যে আগামী দুই বছরের জন্য প্রদান করা হবে। এই সামাজকি নিরাপত্তামূলক প্রকল্পরে মূল লক্ষ্য সমাজের প্রান্তিক ও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া নারীদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত এবং স্বাবলম্বী হতে সহায়তা করা।

উপজেলা মহিলা বিষয়ক কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার পাঁচটি ইউনিয়ন থেকে ১৮৭৮ জনের বিপরীতে ৩৫৮৩ জন নারী এই আবেদন করেছেন।

চকবলিা গ্রামরে সালমা আক্তার বলেন, অনলাইনে আবদেন করে মাইকিং শুনে গণশুনানিতে এসেছি। আগে মেম্বার চেয়ারম্যানরা তাদের পছন্দের লোকদের দিত। এখন সেটা আর হবে না। আমরা খুব খুশি। যে পাওয়ার যোগ্য সে এই চালগুলো পাবে। এইভাবে কার্ড দেওয়া প্রথম দেখলাম। খুবই ভালো লাগছে।

উপজেলা নির্বাহী অফসিার মনজুরুল আলম বলনে, প্রাপ্যতার দ্বিগুণ আবদেন পড়ছে। স্বামী পরিত্যক্তা, অসহায়, বিধবা মহিলাদের নির্ধারণ করতে আমাদরে এই আয়োজন। এর মাধ্যমে অত্যন্ত স্বচ্ছতারভিত্তিতে প্রকৃত উপকারভোগী শনাক্ত করা হচ্ছে। গত দিনে সোনামুখী ইউনিয়নেও একইভাবে বাছাই করা হয়েছে। পর্যায়ক্রমে সব কয়েকটি ইউনিয়নে একইভাবে বাছাই করা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত