ঢাকা শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

তিন ডাক্তার দিয়ে চলছে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

তিন ডাক্তার দিয়ে চলছে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

চিকিৎসক সংকটে জর্জরিত দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সটি। ১৭ জন চিকিৎসক পরিবর্তে আবাসিক মেডিকেল অফিসারসহ ৩ জন চিকিৎসক দিয়ে চার লক্ষাধিক মানুষের চিকিৎসা সেবা চালানো হচ্ছে। ফলে এই গুরুত্বপূর্ণ স্বাস্থ্য কমপ্লেক্সটির চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে। অথচ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে ২০১৮-১৯ সালে বিশেষ পুরস্কারপ্রাপ্ত ছিল এই স্বাস্থ্য কমপ্লেক্সটি।

এছাড়াও প্রসূতি নারীদের স্বাভাবিক প্রসবে দৃষ্টান্ত রাখলেও জনবল সংকটের পাশাপাশি জরুরি ওষুধের রয়েছে ঘাটতি। আধুনিক যন্ত্রপাতির অভাবসহ দেড় বছর ধরে নষ্ট রয়েছে আলট্রাসনোগ্রাম মেশিন। ফলে উপজেলাবাসী কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে। জানা যায়, উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিদিন নানা রোগে আক্রান্ত হয়ে শত শত রোগী এখানে চিকিৎসা নিতে আসেন। গড়ে প্রতিদিন বহির্বিভাগে ৩৫০ থেকে ৪০০ জন রোগী চিকিৎসা সেবা নেন, জরুরি বিভাগে প্রতিদিন গড়ে ৪০-৫০ জন রোগী আসেন, আর হাসপাতালে ভর্তি থাকেন ৮০-১০০ জন রোগী। এত সংখ্যক রোগীর তুলনায় চিকিৎসকের স্বল্পতা থাকায় স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে। এ বিষয়ে স্থানীয় সচেতন মহল জানিয়েছেন, চিকিৎসকের অভাবে রোগীদের প্রচণ্ড ভোগান্তি পোহাতে হচ্ছে। বহির্বিভাগে আসা রোগীদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে চিকিৎসা সেবার জন্য। এমন পরিস্থিতিতে স্বাস্থ্য কমপ্লেক্সটির চিকিৎসা ব্যবস্থা কার্যকর রাখা সম্ভব নয়। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত চিকিৎসক নিয়োগ ও প্রয়োজনীয় যন্ত্রপাতির ব্যবস্থা করা এবং স্বাস্থ্য কমপ্লেক্সটিকে ১০০ শয্যায় উন্নীত করার দাবি জানিয়েছেন উপজেলাবাসী। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজ সুলতানা বলেন, হাসপাতালে মোট ৩ জন স্থায়ী চিকিৎসক রয়েছে। চিকিৎসক সংকটের কারণে ৩ জন মেডিকেল অফিসার রোগীদের সামলাতে খুবই সমস্যাসহ হিমশিম খেতে হচ্ছে।

তার পরেও রোগিদের ভোগান্তি লাঘবে আমিসহ চিকিৎসকরা সেবা চালিয়ে যাচ্ছি। ওষুধের বিষয়ে জটিলতা রয়েছে, এ জনবহুল অঞ্চলে যে পরিমাণ ওষুধ প্রয়োজন সে অনুযায়ী সরবরাহ না থাকায় মানুষের চাহিদা মেটানো দুষ্কর হয়ে পড়ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত