নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া ছাত্রদলের সদস্য সচিব রিয়াজ মাহমুদের বিরুদ্ধে মিথ্যাচার ও বিভিন্ন সংবাদ মাধ্যমে উদ্দেশ্যমূলকভাবে বানোয়াট সংবাদ প্রকাশের অভিযোগে চরঈশ্বর ইউনিয়ন তাঁতীদলের সভাপতি জাহেদ খানকে দলীয় পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। একইসঙ্গে দলের সব সাংগঠনিক কার্যক্রম থেকে তাকে দূরে থাকার নির্দেশনা প্রদান করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় হাতিয়া উপজেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক মো. টুটুল উদ্দিন স্বাক্ষরিত একটি চিঠিতে অব্যাহতির বিষয়টি নিশ্চিত করা হয়।
জানা গেছে, সাম্প্রতি কয়েকটি সংবাদ মাধ্যমে ‘হাতিয়া ছাত্রদলের সদস্য সচিবের বিরুদ্ধে গাছ কেটে খাস জায়গা দখলের অভিযোগ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়। ওই সংবাদে উল্লেখ করা হয় গত ৪ জুলাই উপজেলার কাজীর বাজারের দক্ষিণ পূর্ব পাশে নিজের দলীয় লোকজন নিয়ে গাছ কেটে সরকারি একটি খাস জায়গা দখল করেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিয়াজ মাহমুদ। রাতের আঁধারে ওই স্থানে থাকা অন্তত ৩০টি গাছ কেটে ফেলেন রিয়াজ, যার বাজার মূল্য দেড় লাখ টাকা। পরে সেখানে স্থাপনা নির্মাণের চেষ্টা করে। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে গিয়ে দখল উচ্ছেদ করলেও পরে সেখানে আবারও দোকান নির্মাণ করে রিয়াজের লোকজন। পরে বিষয়টি নিয়ে দলটির উপজেলা নেতারা প্রাথমিকভাবে তদন্ত করে এটির কোনো সত্যতা পাননি। পরবর্তীতে এ ঘটনার সঙ্গে চরঈশ্বর ইউনিয়ন তাঁতীদলের সভাপতি জাহেদ খানের সংশ্লিষ্টতা পান। নেতারা নিশ্চিত হন জাহেদ রাজনীতিকভাবে রিয়াজ মাহমুদকে হেওপ্রতিপন্ন করতে পরিকল্পনা করে এমন মিথ্যা প্রচারণা চালিয়েছেন। হাতিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন বলেন, কাজীর বাজার এলাকায় আমরা কোনো গাছ কাটার অভিযোগ বা ঘটনাস্থলে দেখিনি। ওই এলাকায় আগের একটি মাছ ঘাট আছে, নতুন করে অন্য একটি পক্ষ মাছ ঘাট করার জন্য সরকারি জায়গায় একটি টিনের ঘর তুলেছিল আমরা গত ৯ জুলাই সেটি ভেঙে দিয়েছি। এসব ঘটনা নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধ আছে। তবে সরকারি জমি দখল বা ঘর নির্মাণ কে বা কারা করছে সেটি পাওয়া যায়নি।