ঢাকা সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

চট্টগ্রামে দাম বেড়েছে মাছ, ডিম ও মুরগির

চট্টগ্রামে দাম বেড়েছে মাছ, ডিম ও মুরগির

টানা বৃষ্টির কারণে চট্টগ্রামের কাঁচাবাজারে সবজি, মাছ, ডিম, সোনালি-দেশি মুরগির দাম বেড়েছে। এক সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে ১০-৩০ টাকা পর্যন্ত বেড়ে গেছে। নগরীর চকবাজার কাঁচা বাজারের ব্যবসায়ী মো. কালাম জানান, টানা বৃষ্টির কারণে দেশের বিভিন্ন স্থান থেকে সবজি আসতে বিঘ্ন ঘটেছে। এতে কিছু পণ্যের দাম বেড়েছে। আলুর দাম কম রয়েছে। মজুদ ছিল, তাই দাম বাড়েনি।

ধনেপাতা বিক্রি হচ্ছে কেজি ২০০ থেকে ২৫০ টাকায়। নগরীর কাজীর দেউড়ি কাঁচাবাজার ও বিভিন্ন ভ্রাম্যমাণ দোকানে দর যাচাই করে এসব তথ্য পাওয়া গেছে। বাজারে শিম ৮০ টাকা, বেগুন ৭০ টাকা, দেশি গাজর ৮০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া কাঁকরোল বিক্রি হচ্ছে ৯০ টাকায়। গত সপ্তাহে বিক্রি হয়েছে কেজি ৬০ টাকায়। বরবটি, ঝিঙা, পটল, করলা গত সপ্তাহে ৬০ থেকে ৬৫ টাকার মধ্যে ছিল। এখন ৮০ টাকার নিচে এসব সবজি মিলছে না। ২৫ থেকে ৩০ টাকার পেঁপে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। লাউ ৫০ টাকা, ফুলকপি ও বাঁধাকপি ৮০ টাকা, কচুর লতি ৭০ টাকা, কচুরমুখী ৭০ টাকা, শালগম ৭০ টাকা, মূলা ৬০ টাকা দরে বিক্রি হয়েছে। মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে ৩৫ টাকায়। কচু শাক ৪০ টাকা, মিষ্টি কুমড়া শাক ৫০ টাকা, পুঁই শাক ৪০ টাকা ও লাল শাক ৫০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে ওজন অনুযায়ী ইলিশ বিক্রি হচ্ছে ১৮০০ থেকে ২২০০ টাকায়। এছাড়া সাগরের লাল পোয়া ২৬০ থেকে ৩৫০ টাকা, টুনা মাছ ২৮০ থেকে ৩০০ টাকা, মাইট্যা ৬০০ থেকে ৮০০ টাকা, রুপচাঁন্দা ৪৫০ থেকে ১২০০ টাকা, কোরাল ৭৫০ থেকে ৯০০ টাকা, লাক্ষা ৪৫০ থেকে ৯০০ টাকা দরে বিক্রি হচ্ছে। দাম বেড়েছে কেজিতে প্রায় ৩০ টাকা।

রুই মাছ বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৫৫০ টাকায়, কাতলা ৩৫০ থেকে ৪৫০ টাকা, বেলে ৮০০ থেকে ১২০০ টাকা, কালিবাউশ ৩৫০ থেকে ৭০০ টাকা, চিংড়ি ৯০০ থেকে ১৪০০ টাকা, কাঁচকি ৪০০ টাকা, চাষের কৈ ২৫০ থেকে ৩০০ টাকা, পাবদা ৪০০ থেকে ৬০০ টাকা, শিং ৫০০ থেকে ১২০০ টাকা, টেংরা ৫০০ থেকে ৮০০ টাকা, বোয়াল ৭০০ থেকে ১২০০ টাকা, চিতল ৬০০ থেকে ১২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকায়। সোনালি মুরগি প্রতি কেজিতে ৪০ টাকা বেড়েছে। বাজারে ২৮০ থেকে ৩১০ টাকায় বিক্রি হচ্ছে সোনালি মুরগি। দেশি মুরগি কেজিতে ৩০ টাকা বেড়ে ৫৮০ টাকায় বিক্রি হচ্ছে। সাদা লেয়ার ও লাল লেয়ার মুরগিও কেজিতে ৩০ টাকা বেড়ে ২৬০ থেকে ২৭০ টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংস গত সপ্তাহের মতোই ৮০০ থেকে ৯৫০ টাকা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত