দীর্ঘ ১৬ বছর পরে পিরোজপুরের ভাণ্ডারিয়ায় উপজেলা বিএনপির নব গঠিত কমিটি ঘোষণা করা হয়েছে। গত শুক্রবার ভাণ্ডারিয়া পৌরসভা মিলনায়তনে কাউন্সিলের মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়। এতে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আহম্মদ সোহেল মনজুর সুমন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি এবং সাবেক সদস্য সচিব মো. মনির হোসেন আকন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এছড়া মো. দেলোয়ার হোসেন বিপ্লবকে এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। সাংগঠনিক সম্পাদক পদে যথাক্রমে, আবুল কালাম আজাদ জমাদ্দার ও মো. রুহুল আমিন মুন্সী নির্বাচিত হন। উল্লেখ্য, গত ৯ জুলাই উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। এর ধারাবাহিকতায় ১১জুলাই উপজেলা ও পৌর বিএনপির কাউন্সিলের মাধ্যমে কমিটি ঘোষণা করেন দায়িত্ব প্রাপ্ত নির্বাচন কমিশন।
উপজেলা বিএনপির আহ্বায়ক আহম্মদ সোহেল মনজুর সুমনের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সদস্য সচিব মো. মনির হোসেন আকনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক এবং পিরোজপুর জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটি আহ্বায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু, কেন্দ্রীয় বিএনপির সদস্য এলিজা জামান, পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নুরুল ঈমান বাবুল, জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মো. জুয়েল মৃধা, জেলা ছাত্রদলের সভাপতি সালাহউদ্দিন তালুকদার কুমার ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. শাহিন প্রমুখ। নবগঠিত কমির সভাপতি আহম্মেদ সোহেল মনজুর সুমন বলেন, দীর্ঘ ১৬ বছর পর তৃণমূলের নেতাকর্মীদের সম্মেলনের মাধ্যমে গণততান্ত্রিক প্রক্রিয়ায় ভাণ্ডারিয়া বিএনপির কমিটি গঠন হওয়ায় নেতা কর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।