কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবিতে নিখোঁজের ১৮ ঘণ্টা পর ৯ বছর বয়েসি ফারিহা রহমান নীহার লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। গতকাল শনিবার দুপুর পৌনে ১২টার দিকে ঘটনাস্থলের কিছুটা দূর থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। নিহত নীহা কিশোরগঞ্জ সদর উপজেলার জালুয়াপাড়া গ্রামের আবদুর রহমানের মেয়ে। পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার বিল্লাল হোসেন জানান, গত শুক্রবার বিকালে চরটেকি এলাকায় ব্রহ্মপুত্র নদে একটি ছোট নৌকায় করে ঘুরতে বেড়িয়েছিলেন নিহত নীহা ও পরিবার। হটাৎ নৌকা ডুবি হলে ওই পরিবারের চারজনের সবাই নিখোঁজ হয়। পরে স্থানীয়রা নীহার বড় বোন কলেজ ছাত্রী কাশ্মীর রহমান নীলা (১৭) ও তার বাবা-মাকে উদ্ধার করে পাকুন্দিয়া হাসপাতালে নিয়ে আসলে নীলাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত ডাক্তার। এ ঘটনায় নিখোঁজ ছিল নীহা। আজ তার লাশ ভেসে উঠে। নৌকাডুবিতে নীলা ও নীহা দুই বোনের মৃত্যুর পর চরটেকি এলাকায় ব্রহ্মপুত্র নদে পর্যটকদের যাতায়াত নিষিদ্ধ করা হয়েছে বলেও জানান উপজেলা নির্বাহী অফিসার।