ঢাকা সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

মেলান্দহে বিদ্যুৎস্পর্শে লাইনম্যানের মৃত্যু

মেলান্দহে বিদ্যুৎস্পর্শে লাইনম্যানের মৃত্যু

জামালপুরের মেলান্দহ উপজেলায় বিদ্যুৎ লাইনে কাজ করার সময় বিদ্যুৎস্পর্শে কাওসার আলম (২৬) নামে এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুর ২টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের আদবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কাওসার আলী নেত্রকোনার পুর্বধলা থানার পাইলহাটি এলাকার আবুল হাদিসের ছেলে। তিনি মেলান্দহ পল্লী বিদ্যুৎ সমিতিতে লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন।

মেলান্দহ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন জানান, আদবাড়িয়া এলাকায় বৈদ্যুতিক লাইনের কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন কাওসার। সঙ্গে সঙ্গে তিনি বৈদ্যুতিক খুঁটিতে ঝুলে পড়েন। তাৎক্ষণিকভাবে সহকর্মী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে এক বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মেলান্দহ পল্লী বিদুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মমিনুর রহমান বিশ্বাস বলেন, একটা মিটার অপসারণ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। এ বিষয়ে নিয়মানুযায়ী কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে। মেলান্দহ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনায় একজন লাইনম্যান মারা গেছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত