ঢাকা সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

ভেড়ামারায় স্বেচ্ছাসেবক দল নেতার বাড়িতে আগুন

ভেড়ামারায় স্বেচ্ছাসেবক দল নেতার বাড়িতে আগুন

কুষ্টিয়ার ভেড়ামারায় এক স্বেচ্ছাসেবক দলের নেতার বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। এ সময় ওই নেতার ছোট ভাইয়ের ঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে হামলাকারীরা ককটেল ফাঁটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে চলে যায়। গত শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের জামালপুর গ্রামে অবস্থিত ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব লাল চাঁদের বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ঘটনাস্থল থেকে দুইটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১টার দিকে দুর্বৃত্তরা অস্ত্রশস্ত্র নিয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা লাল চাঁদের বাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা লাল চাঁদের ভাই যুবদল কর্মী সুবেল আহম্মেদের বসতঘরে আগুন লাগিয়ে দেয়। এরপর তারা বাড়ি লক্ষ্য করে ককটেল ফাঁটিয়ে চলে যায়।

তাৎক্ষনিক গ্রামবাসী আগুন নিয়ন্ত্রণে আনে। সুবেল আহম্মেদ অভিযোগ করে বলেন, রাজনীতি কেন্দ্রিক প্রতিপক্ষের লোকজন এই হামলা চালিয়েছে।

তারা ভাঙচুর করে আমার ঘরে আগুন ধরিয়ে দিয়েছে। এছাড়া গুলি ছুড়েছে, বোমাও ফাটিয়েছে। কুচিয়ামোড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নাজমুল হোসেন বলেন, একটি ঘরে আগুন দেওয়া হয়েছিল। ঘরটি পুড়ে আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে দুটি ককটেল উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিক কাউকে চিনতে না পারলেও ভুক্তভোগী পরিবার অনেকের নাম বলেছেন। সেটা নিয়েও তদন্ত করছে পুলিশ। তবে গুলির কোনো ঘটনা ঘটেনি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত