জয়পুরহাটের আক্কেলপুরে একজন শিক্ষার্থী এক বিষয়ে পরীক্ষায় দিয়েছিল। কিন্ত পরীক্ষার প্রকাশিত ফলাফলে দুইটি বিষয়ে ফেল করেছে সে। এমন অদ্ভুত ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এক বিষয়ে পরীক্ষা দিয়ে প্রকাশিত ফলাফলে দুই বিষয়ে ফেল দেখানো ওই শিক্ষার্থীর নাম জিৎ চন্দ্র মহন্ত। সে উপজেলার শ্রীকর্ণদীঘি উচ্চ বিদ্যালয়ের কারিগরি শাখার ফার্ম মেশিনারি ট্রেডে এসএসসি পরীক্ষা দিয়েছিল। সে অনিয়মিত শিক্ষার্থী। তার বিষয় ছিল গণিত। বিদ্যালয় সূত্রে জানা গেছে, ওই শিক্ষার্থী ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ক্যারিগরি শাখায় নবম শ্রেণিতে ভর্তি হয়। সে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ২০২৪ সালে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। সে মোট ১৪টি বিষয়ে পরীক্ষা দিয়ে শুধুমাত্র গণিতে ফেল করে। সে চলতি বছরে শুধুমাত্র গণিত বিষয়ে পুনরায় পরীক্ষায় অংশ নেয়। গত বৃহস্পতিবার পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। জিৎ চন্দ্র মহন্ত অনলাইনে তার ফলাফল দেখতে গিয়ে দেখে, সে গণিত ও কৃষি বিষয়ে ফেল করেছে। অথচ তার প্রবেশপত্রে শুধু গণিত বিষয় উল্লেখ রয়েছে।
শিক্ষার্থী জিৎ চন্দ্র মোহন্ত বলেন, আমি ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় শুধু গণিতে ফেল করেছিলাম। সে অনুযায়ী ২০২৫ সালে শুধুই গণিত বিষয়ে পরীক্ষা দিয়েছি। কিন্তু এখন ফলাফলে দেখছি আমাকে কৃষি বিষয়েও ফেল দেখানো হয়েছে। কৃষি বিষয় আমার পরীক্ষার মধ্যে ছিলই না। এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে ফেল দেখে বিষ্মিত হয়েছি। শ্রীকর্ণদীঘি উচ্চ বিদ্যালয়ের কারিগরি শাখার সহকারী শিক্ষক ওরম ফারুক বলেন, বোর্ডের কোনো কারিগরি ত্রুটির কারণে এমন ফলাফল আসতে পারে। নম্বরপত্র (মার্কশিট) দেওয়ার সময় এ সমস্যার সমাধান হয়ে যাবে বলে আশা করছি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমিন বলেন, ‘আমি বিষয়টি শুনেছি। এবিষয়ে খোঁজ নিচ্ছি। কৃষি ফোর্থ সাবজেক্ট’ হওয়ায় চূড়ান্ত ফলাফলে সমস্যা হওয়ার কথা নয়। গণিতে পাস করলে মোট ফলাফলেও পাস দেখাবে। তবে আমরা বিষয়টি বোর্ড কর্তৃপক্ষকে জানাব।