ঢাকা সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

চৌহালীতে একদিনে দুই বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও

চৌহালীতে একদিনে দুই বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও

যমুনা বিধৌত সিরাজগঞ্জের চৌহালী উপজেলার একই গ্রামের ২ মাদ্রাসা ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে। এ বিয়ে বন্ধ করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উক্ত উপজেলার চরজাজুরিয়া গ্রামের ২ স্কুল ছাত্রীর বাড়িতে বাল্যবিয়ের আয়োজন চলছিল। গত শুক্রবার ওই দুই বাড়িতে বরপক্ষ উপস্থিত হন। এমন সংবাদেরভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার দুই কনের বাড়িতে অভিযান চালিয়ে এ বাল্যবিয়ে বন্ধ করেন এবং প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত ওই ২ মাদ্রাসা ছাত্রীকে বিয়ে দিবেন না মর্মে পরিবারের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। সেই সঙ্গে উভয় পরিবারকেই তাদের পড়াশোনা চালিয়ে নেওয়ার জন্য নির্দেশ দেন।

তারা স্থানীয় মাদ্রাসার ৯ম শ্রেণির ছাত্রী। এ অভিযানে এসআই সোয়েবুর ইসলাম, ইউপি সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। স্থানীয়রা বলছেন, ওই উপজেলার চরাঞ্চলের বিভিন্ন স্থানে বিশেষ কৌশলে বাল্যবিয়ে হয়ে থাকে।

তবে প্রশাসনের কঠোর নজরদারি থাকলে এ বাল্যবিয়ে বন্ধ হবে অনায়াসে। এদিকে একই দিনে একই গ্রামের দুই মাদ্রাসা ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করায় প্রশংসিত হয়েছেন উপজেলা প্রশাসন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত