কক্সবাজারের উখিয়ায় জালিয়াপালং ইউনিয়নের ইউপি সদস্য কামাল হোসেন হত্যার ঘটনায় ১৪ জনকে আসামি করে উখিয়া থানায় মামলা হয়েছে। নিহতের ভাই সাহাব উদ্দিন বাদি হয়ে গত শুক্রবার রাতে মামলাটি করেন।
মামলায় ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৬ জনকে। নাম উল্লেখ থাকা সবাই ২০১৯ সালের ২৭ জুলাই হত্যায় শিকার নিহতের অন্য ভাই জসিম উদ্দিন হত্যা মামলার আসামি। গতকাল শনিবার দুপুরে উখিয়া থানার ওসি মোহাম্মদ আরিফ হোছাইন মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, পুলিশ অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে। অভিযুক্তরা হলেন- আবদুর রহিম, তোফাইল আহমদ, জুহুর আহমদ চৌধুরী, শরিফুল হক সাগর, জহির আহমদ, নুরুল বশর, মোহাম্মদ রিদোয়ান, শরিফুল হক নাহিদ। অভিযুক্তরা সবাই মনখালী এলাকার বাসিন্দা।
গত মঙ্গলবার দুপুরে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মনখালী এলাকার একটি পাহাড়ি ছড়া থেকে কামাল হোসেন নামের এই ইউপি সদস্যের লাশ উদ্ধার করা হয়েছিল। নিহত কামাল হোসেন ওই এলাকার সিদ্দিক আহমদের ছেলে এবং জালিয়াপালং ইউনিয়ন পরিষদের সদস্য। তিনি উখিয়া উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক। মামলার প্রাপ্ত এজাহারে বলা হয়েছে।
অভিযুক্ত সবাই মিলে ২০১৯ সালের ২৭ জুলাই তাদের ভাই জসিম উদ্দিনকে পরিকল্পিতভাবে হত্যা করে। এই মামলায় বিভিন্ন সময়ে আসামিরা জমিনে মুক্ত হওয়ার পর থেকে তাদের ভাই কামাল হোসেনকে হত্যার হুমকি দিয়ে আসছিল। এমন কি সম্প্রতি অভিযুক্তদের অনেকেই ফেসবুকে স্ট্যাস্টাস দিয়ে প্রকাশ্যে মামলার প্রত্যাহার না করলে হত্যার হুমকি দিয়েছিল। ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও মামলা তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) দুর্জয় সরকার বলেন, অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।