মৌলভীবাজারের কমলগঞ্জের একটি নালা থেকে ময়ুর মিয়া (৭০) নামে এক বৃদ্ধার রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি পরিকল্পিতভাবে হত্যা করে নালায় ফেলে দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার রহিমপুর ইউনিয়নের দেওড়াছড়া চা বাগানের বামনবীল নামক স্থান লাশ উদ্ধার করা হয়। নিহত ময়ুর মিয়া উপজেলার রহিমপুর ইউনিয়নের বড়চেগ গ্রামের তবারক মিয়ার ছেলে। পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকালে বাড়ি থেকে বাজারে জান ময়ুর মিয়া। রাতে মোবাইল বন্ধ থাকায় এবং বাড়িতে সময়মত না ফেরায় পরিবারের লোকজন আত্মীয়স্বজনের বাড়িসহ অনেক খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে বাড়ি থেকে কিছুটা দূরে দেওড়াছড়া চা বাগানের বামনবীল নামক স্থানে নালায় লাশ দেখতে পান। পরে কমলগঞ্জ থানা পুলিশকে অবগত করলে রাত দেড়টার দিকে লাশ উদ্বার করে করে ময়নাতদন্তের মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। নিহতের গলায় ছুরির আঘাতসহ বিভিন্ন আঘাতের চিহ্ন রয়েছে। পরিবারের সদস্যরা দাবি করে বলেন, ময়ুর মিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করে নালায় ফেলে দেওয়া হয়েছে, সুষ্ট তদন্তের মাধ্যমে খুনিদেরকে আইনের আওতায় আনতে হবে।