দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। গতকাল শনিবার বিকাল সাড়ে ৪টায় শুরুতে জেলা প্রশাসক ১০ জন অসহায় ও গরীব মানুষকে ভ্যান বিতরন করেন। পরে গৃহহীন ১৫টি পরিবারকে গৃহ নির্মাণে ১ বান করে ঢেউটিন ও বান প্রতি ৩০০০ টাকার চেক বিতরণ করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান উপস্থিত ছিলেন। এরপরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমবায় অফিসের আয়োজনে সমবায় অধিদপ্তর ঢাকার বাস্তবায়নাধীন দুগ্ধ ঘাটতি দুগ্ধ সমবায়ের কার্য্যক্রম সম্প্রসারণ প্রকল্পের আওতায় দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে উপজেলার দুগ্ধ চাষিদের মধ্যে চেক বিতরণ করা হয়। প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা সমবায় অফিসার এফএম সেলিম আখতার * আলোকিত বাংলাদেশ